কাজ নেই, নাকি লোক নেই?
" কাজ নেই, নাকি লোক নেই?"
পর্ব-১
একটি বিষয় আমি সকলের দৃষ্টি আকর্ষন করতে চাই। আমাদের দেশে বর্তমানে শিক্ষিত, অর্ধ শিক্ষিত বা অশিক্ষিত কোটি কোটি বেকার। এর মধ্যে উচ্চ শিক্ষিত বেকারের সংখ্যাও অসংখ্য (উচ্চ শিক্ষিত বলতে দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় অর্জিত সর্বোচ্চ ডিগ্রী যেমনঃ স্নাতক, স্নাতকোত্তর ইত্যাদি)। কিন্তু এত বেকার কেন? কেননা দেশে কর্মসংস্থানের ব্যবস্থা নেই। ব্যাপক কর্মসংস্থান হয় এমন কোন উদ্যোগও সরকার নেয় না। বেসরকারী উদ্যোগও পর্যাপ্ত নয়। তাই প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষিত হয়ে বেকারের খাতায় নাম লেখাচ্ছে। উপরে লেখা প্রতিটি বর্ণ কিন্তু সত্য।
কিন্তু এর উল্টো দিকটাও কিন্তু সত্য। আপনি কোন একটি কাজ করাতে চান যেটা আপনি নিজে পারছেন না। সংসারে এমন অসংখ্য কাজ আছে যেটা আমরা নিজেরা পারি না। বাইরের লোক দ্বারা করাতে হয়। লোক খুজতে বের হন পাবেন না। ছোট বড় যে কোন কাজ। যেমনঃ
১) আপানার বাসার ৪/৫টি গাছের সুপারী, কাঁঠাল, আম, জাম, জাম্বুরা ইত্যাদি পাড়তে হবে, লোক পাবেন না। অথবা বাসার গাছের কয়েকটি ডাল কাটতে হবে কাউকে পাবেন না। কিন্তু বাসায় একদিন থাকবেন না তো দেখবেন গাছের সব ফল হাওয়া হয়ে গেছে।
২) চুল, দাড়ি, গোফ কাটতে যাবেন নাপিতের অভাব। সিরিয়াল দিতে হবে। একটি এলাকায় যে পরিমাণ মানুষের বসবাস সে মোতাবেক নাপিত ঐ এলাকায় নেই।
৩) সাইকেল, মোটর সাইকেল মেরামত করতে যাবেন পর্যাপ্ত এবং দক্ষ টেকনিশিয়ান নেই, সিরিয়াল দিতে হয়।
৪) বাসায় একটি ফ্যান লাগাবেন কিংবা বাসায় বিদ্যুতের কোন সমস্যা, দক্ষ ইলেকট্রিশয়ান খুজেন, পাবেন না।
৫) উপজেলা লেভেলে মোটর কার, এসির ব্যবহার বেড়েছে অনেক। একবার খারাপ হলে ভাল মেকার খুজে পাবেন না। যেতে হবে জেলা সদরে।
৬) উপজেলা পর্যায়ে বর্তমানে বহুতল ভবন হচ্ছে, লিফট এর স্থানও রাখা হচ্ছে। কিন্তু লিফট লাগানো হচ্ছে না। কারণটা জিজ্ঞাসা করেন, বলবে “ভাই লিফট যদি খারাপ হয় তাহলে এর টেকনিশিয়ান পাওয়া কঠিন। এক মাসেও সিরিয়াল পাওয়া যাবে না।
রাজ মিস্ত্রী, রং মিস্ত্রী, ওয়েল্ডিং মিস্ত্রি, কাঠ মিস্ত্রী, কাঁচ মিস্ত্রী, ওয়াটার লাইন মিস্ত্রী, লিফট/এসির মিস্ত্রী, টিভি ফ্রিজ মিস্ত্রী, সিলিং/টাইলস ফিটিং মিস্ত্রী, ভাল রাধুনী, মিষ্টির কারিগর, ভাল বেকারীর কারিগর, ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান, হাল আমলে ল্যাপটপ, ডেক্সটপ, মোবাইল রিপেয়ার করার দক্ষ মানুষ নেই বললেই চলে।
হয়তো বলবেন, তাহলে দেশে এই কাজগুলি কে করছে? হ্যাঁ করছে, করার লোক নিশ্চয়ই আছে। কিন্তু যে মাত্রায় দক্ষ লোক থাকা দরকার সে মাত্রায় কি আছে? কোন একটি কাজ নিয়ে লোক খুজতে বের হন, তাহলেই বুঝবেন, এটা কোন জগৎ।
এরকম অসংখ্য উদাহরণ দেয়া যাবে, কাজ আছে অনেক, কিন্তু লোক নেই। লোক কি আসলেই নেই, নাকি অন্য কিছু। উপরের যে কাজগুলির কথা বললাম এরকম কাজ কি সমাজে কেউ করে না? করে, অবশ্যই করে। কিন্তু সংখ্যা খুবই কম। কাঠাল পাড়বেন, লোক পাবেন। কিন্তু ৩০ মিনিট কাজের জন্য এমন দাম চাইবে যে আপনার কাঠাল খাওয়ার ইচ্ছেই মরে যাবে। তখন মনে হবে কাঠাল পড়ে নষ্ট হয়ে যাক। বিক্রি করে দিবেন ২/৩ টাকা পিছ কাঠাল। কিনে খেতে যাবেন ২০০/৩০০ টাকা পিছ কিনে খেতে হবে।
পানি, বিদ্যুতের লাইন ঠিক করতে যাকেই ডাকেন একা আসে না। ৩ জন আসে। একজন ওস্তাদ ২ জন হেল্পার। কাজ যত ছোট হোক কিংবা বড় হোক।
এত বেকার কিন্তু পর্যাপ্ত নাপিত নেই, মোটর সাইকেল মেকার নেই, মোটর কার, এসি, লিফট এর টেকনিশিয়ান নেই, ইলেকট্রিশয়ান নেই, কিন্তু কেন নেই?
ঢাকা শহরের বস্তিগুলিতে অসংখ্য লোকজন মানবেতরভাবে জীবন যাপন করে। দেখলে বিশ্বাস হয় না এভাবে মানুষ বসবাস করতে পারে। কিন্তু থাকে। কিন্তু কেন থাকে? মাথায় আসে না আমার। তাই একদিন একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলাম কেন এভাবে থাকে? সে বললো গ্রামে কাজ নেই, তাই শহরে রিক্সা চালাই। উত্তর শুনে থ’ বনে যাই।
ছোট ছোট ষ্টার্টআপ কোম্পানীগুলি দাড়াতেই পারে না লোকের অভাবে। কারণ সেলস ও মার্কেটিং করার জন্য লোক পাওয়া যায় না। উৎপাদনশীল প্রতিষ্ঠানগুলি শ্রমিক পায় না। অথচ অসংখ্য বেকার আমাদের দেশে। সমীকরণ মেলাতে পারি না।
যারা কাজ করাতে চায়, তারা বলছে লোক নেই, আবার অসংখ্য বেকার বলছে কাজ নেই। এই দুইয়ের দ্বন্দ্ব মেটানোর কোন রাস্তা আছে কি?
Comments
ABDUR ROHIM
Commented On: 2021-04-06
Good Job!