আলোর বাহক : শিক্ষক ও শিক্ষা বিষয়ক কবিতা
আলোর বাহক
………………… মোঃ তৈমুর রহমান,
চন্দ্র যেমন রাতের বেলায়
ছড়ায় স্নিগ্ধ আলো;
এই সমাজে শিক্ষক তেমন
দূর করেন যে কালো।
সব পেশার চাইতে কিন্তু
শিক্ষকতাই সেরা;
তবু কেন শিক্ষকজীবন
আঁধার দিয়ে ঘেরা?
এই সমাজটা বুঝবে কবে
শিক্ষার দেবে দাম?
শীর্ষে একদিন উঠবে দেশ
বিশ্ব লিখবে নাম।
যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা
খুব জরুরী প্রয়োজন;
সেই সাথে করা দরকার
বেতন গ্রেডের উন্নয়ন।
জাত বৃক্ষের ফলগুলো
জাতের যেমন হয়;
সুশিক্ষার ফলও তেমন
অনন্তকাল রয়।
শিক্ষাই হোক এই সমাজের
মূল চালিকাশক্তি;
শিক্ষক হোক আলোর বাহক
করুক সবাই ভক্তি।
Comments
No Comment Found!