সন্ধ্যাবেলার পড়া
সন্ধ্যাবেলার পড়া
…………… সুজানা রুহী (৭ম শ্রেণি)
কেন এ উৎকন্ঠা আমার মনের মাঝে?
সকাল, দুপুর, বিকেল নয় কেনই শুধু সন্ধ্যা সাঁঝে?
সারাদিন আমি ব্যস্ত থাকি পড়াশোনা আর কাজে,
তবু আমাকে সন্ধ্যাবেলায় পড়তে বসতে হয় যে।
সারাদিন করি আমি যতই পড়াশোনা,
সন্ধ্যাবেলায় তবু মা বলবে, পড়তে বসবা না?
আমি যদি বলি ভাল্লাগে কি পড়তে সবসময়?
মা তখন রেগে বলবে, কিন্তু পড়তে হবে যে তোমায়।
আর বাবা-মা বলে সারাক্ষণ,
সন্ধ্যাবেলাই নাকি পড়ার নিয়ম।
তাই আমার এ সময় সচরাচর হয়না নিয়মের ব্যতিক্রম।
সন্ধ্যাবেলায় পড়তে হয় সারাদিনের দেয়া পড়া,
এই নিয়ম তো বদলানো যাবে না; কি আর আমার করা!
Comments
Boro Fupee.Thanks a lot.
Commented On: 2023-10-01
Boro Fupee,Thanks a lot.